যশোরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ৩ লাখ ২৬ হাজার ৮৯ শিশুকে

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক ॥ সারা দেশের মতো যশোরেও ১১ থেকে ১৪ ডিসেম্বর চারদিন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন হবে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে ৩ লাখ ২৬ হাজার ৮৯ শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার ২ হাজার ২৯৩টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। যশোর শিশু হাসপাতালে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান শনিবার এই কর্মসূচির উদ্বোধন করবেন। বৃহস্পতিবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সভাকক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন এ সব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী চারদিন জেলায় ৬-১১ মাস বয়সী ৩৭ হাজার সাতশ ৯০ জন শিশু এবং ১২-৫৯ মাস বয়সী দুই লাখ ৮৮হাজার ২২৯ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের সভাপতিত্বে ওরিয়েন্টেশন সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সহকারী তথ্য কর্মকর্তা এলিন সাঈদ-উর-রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দিন। বিভিন্ন তথ্য উপাত্ত প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ। সিভিল সার্জন শেখ আবু শাহীন আরো জানান, সরকারিভাবে ১ হাজার ও বেসরকারি পর্যায়ে ৪ হাজার কর্মী দায়িত্ব পালন করবেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ