জামিন হলেও আজ মুক্তি পাচ্ছেন না ছাত্রলীগ নেতা সাদ্দাম

আরো পড়ুন

উচ্চ আদালত থেকে জামিন পেলেও আইনি প্রক্রিয়া ও নথিপত্র পৌঁছাতে বিলম্ব হওয়ায় আজ মুক্তি পাচ্ছেন না বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ।

সোমবার বিকেলে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন প্রদান করেন। আদালত সূত্রে জানা গেছে, সাদ্দামের স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানোয় সম্পূর্ণ মানবিক বিবেচনায় তাকে এই জামিন দেওয়া হয়েছে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, সাদ্দামের জামিনের খবর তারা লোকমুখে শুনলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত আদালতের কোনো আনুষ্ঠানিক চিঠিপত্র বা জামিননামা জেলগেটে পৌঁছায়নি। তিনি বলেন:
> “শুনেছি মানবিক কারণে সাদ্দামের ৬ মাসের জামিন হয়েছে। কিন্তু জামিনের মূল কাগজপত্র এখনো হাতে পাইনি। নিয়ম অনুযায়ী জামিননামা হাতে পাওয়ার পর যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনি কার্যক্রম ও মুক্তির প্রক্রিয়া শুরু হবে। তাই আজ তার মুক্তি সম্ভব নয়।”
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন জুয়েল হাসান সাদ্দাম। পরবর্তীতে বিশেষ অভিযানে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি একাধিক মামলায় অভিযুক্ত হয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।
উল্লেখ্য যে, সরকার কর্তৃক ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর সাদ্দামের এই জামিন ও মুক্তি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনা তৈরি হয়েছে।
পরবর্তী পদক্ষেপ।

আরো পড়ুন

সর্বশেষ