যশোরের সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সফল অভিযানে ১০ কেজি ৫০০ গ্রাম রুপা এবং বিদেশি মদসহ চারজন পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে সদর উপজেলার দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের পরিচয়
১. তরুণ কুমার রায় (৪৭): সাতক্ষীরা জেলার কলারোয়ার ঝিকরা দক্ষিণ গ্রামের সন্তোষ কুমার রায়ের ছেলে।
২. শিমুল মোড়ল: কলারোয়া উপজেলার আলাইপুর উত্তর গ্রামের নূর হোসেন মোড়লের ছেলে।
৩. শামীম হোসেন: কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের আলফাজ আলী সরদারের ছেলে।
৪. আওয়াল হোসেন: যশোর সদর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আজিবার হোসেনের ছেলে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহলদল। ভোর ৫টার দিকে সন্দেহভাজন চার ব্যক্তি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাদের থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের সাথে থাকা ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ কেজি ৫০০ গ্রাম রুপা এবং ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামাল ও মূল্যমান:
* ৫টি মোবাইল ফোন
* পাওয়ার ব্যাংক ও হাতঘড়ি
* নগদ ৬ হাজার ২৫৫ টাকা।
বিজিবি জানায়, উদ্ধারকৃত রুপাসহ যাবতীয় মালামালের মোট বাজারমূল্য প্রায় ৬৫ লক্ষ ৮৯ হাজার ৭০৫ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা এই রুপার চালানটি ঢাকা থেকে সংগ্রহ করেছিল। সীমান্ত এলাকা ব্যবহার করে এগুলো অবৈধভাবে ভারতে পাচার করার পরিকল্পনা ছিল তাদের।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

