২৭ জানুয়ারি যশোর আসছেন জামায়াত আমির

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক, যশোর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা তুঙ্গে তুলতে আগামী ২৭ জানুয়ারি যশোর সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ওইদিন সকাল সাড়ে ৮টায় শহরের ঐতিহাসিক কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তিনি এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। সম্মেলনে জানানো হয়, আমিরের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আয়োজকদের প্রত্যাশা, এই জনসভায় যশোর ও আশপাশের জেলা থেকে প্রায় তিন লাখ মানুষের সমাগম ঘটবে।

সংবাদ সম্মেলনে অধ্যাপক গোলাম রসুল জনসভার গুরুত্ব তুলে ধরে বলেন:
* প্রার্থী পরিচিতি: জামায়াত আমির এই জনসভায় যশোরের বিভিন্ন আসনে ১১-দলীয় জোটের (তৎকালীন ১০-দলীয়) প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাদের হাতে প্রতীক তুলে দেবেন।
* উন্নয়ন পরিকল্পনা: জামায়াত ক্ষমতায় গেলে যশোরের দীর্ঘদিনের অভিশাপ ‘ভবদহ’ সমস্যার স্থায়ী সমাধান, যশোরকে বিভাগ হিসেবে ঘোষণা করা এবং ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণসহ জেলার সার্বিক উন্নয়নে বিশেষ পরিকল্পনা ঘোষণা করবেন ডা. শফিকুর রহমান।
জনসভা সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা জামায়াত। শহরের মোড়ে মোড়ে আমিরের ছবি সংবলিত বিলবোর্ড ও ফেস্টুন লাগানো হয়েছে। কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সাজানোর কাজও প্রায় শেষ পর্যায়ে। নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য কয়েক হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।
উপস্থিত নেতৃবৃন্দ

* যশোর-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল কাদের।
* জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও রেজাউল করিম।
* প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস এবং শিক্ষা সম্পাদক আবুল হাশিম রেজাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ