নিজস্ব প্রতিবেদক, যশোর যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেছেন, “ঐক্যই হলো আমাদের প্রধান শক্তি। আমরা যদি বিভেদ ভুলে একতাবদ্ধ হই, তবে কোনো অপশক্তিই ধানের শীষের বিজয় রুখতে পারবে না।”
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের তীরের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এই নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়।
মিজানুর রহমান খান তাঁর বক্তব্যে দলীয় নেতাকর্মীদের ব্যক্তিগত মতপার্থক্য ভুলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “ষড়যন্ত্র করে লাভ নেই, আমাদের একমাত্র লক্ষ্য ধানের শীষের বিজয় নিশ্চিত করা। তারেক রহমানের প্রতি আনুগত্য বজায় রেখে আমাদের রাজপথে থাকতে হবে।”
যশোরের স্থানীয় উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, “অমিত বিজয়ী হলে সদর এলাকার রাস্তাঘাট, হাসপাতাল, মেডিকেল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হবে। আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের স্বার্থেই ধানের শীষকে বিজয়ী করতে হবে। আমরা সবসময় জনগণের পাশে থেকে কাজ করতে চাই।”
তিনি আরও যোগ করেন, “ধানের শীষের জয় মানেই জনগণের জয় এবং মরহুম জননেতা তরিকুল ইসলামের স্বপ্নের বাস্তবায়ন।”
হৈবতপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন:্সদর উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আব্দুস সালাম ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান
জেলা কৃষক দল নেতা আসানুর রহমান মিয়া রেজাউল ইসলাম, আক্কাস আলী, বুলবুল আহম্মেদসহ স্থানীয় ১নং ওয়ার্ডের নেতৃবৃন্দ।

