নিজস্ব প্রতিবেদক, যশোর যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের বিএনপি প্রার্থী সাবিরা সুলতানাকে নির্বাচনী প্রচারণায় নিয়ম ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান কমিটির পক্ষ থেকে এই আদেশ জারি করা হয়।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক গোলাম রসুল স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয় যে, সাবিরা সুলতানার পক্ষে চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের প্রচারণায় বিপুল পরিমাণ রঙিন ফেসটুন, ব্যানার ও পোস্টার ব্যবহার করা হয়েছে।
?
বর্তমান নির্বাচনী আইন অনুযায়ী, যেকোনো ধরনের প্রচারণায় রঙিন পোস্টার বা ব্যানার ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি একটি দণ্ডনীয় অপরাধ। কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সরেজমিনে এলাকা পরিদর্শন করে এই অনিয়মের সত্যতা পান। এরই প্রেক্ষিতে প্রার্থীর বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে।
।
যশোর-২ আসনের বিএনপি প্রার্থী সাবিরা সুলতানাকে শোকজ

