বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ রোমাঞ্চকর ম্যাচ খেলে দ্বিতীয় রাউন্ডে যশোর

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক ॥ গোল খরা কেটেছে আগের ম্যাচেই। এবার গোলের সংখ্যা বৃদ্ধি করে দ্বিতীয় পর্বে ওঠার পালা। এমনটিই যেন বোঝাতে চাইলেন যশোর জেলা ফুটবল খেলোয়াড়েরা। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে ম্যাচে যশোর জেলা দল দেখালো তেমনি কসরত। গতকালের ম্যাচে দল যেখানে দ্বিতীয় পর্ব থেকে বাদপড়ার শঙ্কায় সেখানে বিরতি থেকে ফিরে দলকে রক্ষা করলো যশোরের রাব্বি হোসেন রাহুল। পায়ের কারিশমায় করলেন জোড়া গোল। রোমাঞ্চকর এই ম্যাচে ২-২ গোলে ড্র করে যশোর ও খুলনা জেলা দল।
প্রতিযোগিতাটি হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। গত ৪ ডিসেম্বর খুলনা বিকেএসপি মাঠে খুলনাকে ৩-০ গোলে হারায় যশোর। বাইলজের বৃহস্পতিবারে ম্যাচে নূন্যতম ফল ড্র করলেই পরের রাউন্ডে চলে যাবে যশোর। আর খুলনাকে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে যশোরকে হারাতে হতো ৪-০ গোলে। তবে এমন সমীকরণে ২-২ গোলে ড্র হওয়ায় যশোর জেলা দ্বিতীয় রাউন্ডে চলে গেছে। আগামীকাল (১১ডিসেম্বর) দ্বিতীয় রাউন্ডের খেলায় গোপাগঞ্জের মাঠে গোপালগঞ্জ এর বিরুদ্ধে মাঠে নামবে যশোর জেলা।  আর ১৪ ডিসেম্বর যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে মুখোমুখি হবে যশোর ও গোপালগঞ্জ জেলা।

রোমাঞ্চকর ম্যাচ খেলে দ্বিতীয় রাউন্ডে যশোর
রোমাঞ্চকর ম্যাচ খেলে দ্বিতীয় রাউন্ডে যশোর

যশোর জেলা দলের রক্ষণভাগ দুর্বলতায় ফলে শুরুটা করেছিলেন হেডে ১৮ মিনিটে খুলনার আলী আকবার। আর ৩৪ মিনিটে আবার হেডে খুলনার দ্বিতীয় গোলটি করেন সুজন শেখ। বিরতির আগে এক ডোজ গোল নষ্ট হয় যশোরে। ৬৬ মিনিটে এক ঝটকায় সামনের প্রতিপক্ষকে এলোমেলো করে দিয়ে নিচু শটে গোলটি করেন যশোরে রাব্বি হোসেন রাহুল। তবে বেশিক্ষণ মাঠ দখল করে  রাখতে পারেনি খুলনা। রাব্বি হোসেন রাহুল ৭৩ মিনিটে দ্বিতীয় গোলে যশোরকে ড্র এনে দেন। ফলে ড্র করে দ্বিতীয় রাউন্ডে ওঠে যশোর জেলা।
এর আগে ফুটবল ম্যাচের উদ্বোধন করেন যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু। উপস্থিত ছিলেন ডিএফএ’র সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক নুরুল আরিফিন, সদস্য আশরাফুল ইসলাম, সাব্বির হোসেন, াক্রীড়া সংগঠক শেখ মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ