নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য যশোর সদর উপজেলায় আনন্দ-উল্লাসের মধ্যদিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষদিন গতকাল প্রার্থীরা তাদের কর্মীসমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দায়িত্বরত রিটার্নিং অফিসারের কাছে উপজেলার ১৫ টি ইউনিয়নের মনোনয়নপত্র জমা দিয়েছেন এক হাজার ৪৭ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১০৩, সাধারণ ওয়ার্ড সদস্য প্রার্থী ৭৬১ ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য প্রার্থী ১৮৯ জন রয়েছেন।
নির্বাচন কার্যালয় সূত্রমতে, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত রাজিয়া সুলতানা, স্বতন্ত্র হুমায়ুন কবীর তুহিন, আলতাফ হোসেন, কাজী আলমগীর হোসেন, মোশারফ হোসেন, কেরামত আলী মোল্যা, মাহবুবুর রহমান ও আসাদুল ইসলাম ঝন্টু। এছাড়া সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৫২ ও সংরক্ষিত সদস্য পদে ১০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপশহরের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান এহসানুর রহমান লিটু ও উপশহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রতœ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ইউনিয়নের সাধারণ সদস্য পদে ২৬ ও সংরক্ষিত সদস্য পদে সাত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। হৈবতপুর ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত আবু সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী আবু বক্কার গাজী, হরেন কুমার বিশ্বাস, সোহরাব হোসেন, আবুল হোসেন, আহম্মদ আলী, রবিউল ইসলাম, হাফিজুর রহমান ও মোমিনুর রহমান। সাধারণ সদস্য পদে ৫৩ ও সংরক্ষিত সদস্য পদে ১২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
লেবুতলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত আলীমুজ্জামান মিলন, স্বতন্ত্র শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের সাখাওয়াত হোসেন ও জাকের পার্টির পলাশ পারভেজ। সাধারণ সদস্য পদে ৩৯ ও সংরক্ষিত সদস্য পদে ১২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইছালীর চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, আওয়ামী লীগ মনোনীত ফেরদৌসি ইয়াসমিন, স্বতন্ত্র সিরাজুল ইসলাম, আব্দুল কাদের, জাহিদুল ইসলাম, কামরুজ্জামান, আয়ুব হোসেন, শাহানারা খাতুন, আজিজুর রহমান ও সাইফুর রহমান। সাধারণ সদস্য পদে ৩৬ ও সংরক্ষিত সদস্য পদে ১১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাশিমপুরে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, আওয়ামী লীগ মনোনীত শরিফুল ইসলাম, স্বতন্ত্র মোস্তফা এনামুল বারী, মেহেদী খালিদ হোসাইন, সবুজ হোসাইন, মাহমুদ হাসান, সোলায়মান হোসেন, বিএম সাইফুল ও আইয়ুব হোসেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৬৯ ও সংরক্ষিত সদস্য পদে ১৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চুড়ামনকাটির চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত দাউদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, আব্বাস উদ্দিন বিশ্বাস, আলমগীর কবির, গোলাম মোস্তফা, মতিয়ার রহমান, জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম ও মোহাম্মদ বাদশা। এছাড়া সাধারণ সদস্য পদে ৪৮ ও সংরক্ষিত সদস্য পদে ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দেয়াড়ার চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত লিয়াকত আলী, স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান, জিয়াউল হক, মাসুদ রানা ও আব্দুল্লাহ। এছাড়া সাধারণ সদস্য পদে ৬৪ ও সংরক্ষিত সদস্য পদে ১২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আরবপুরের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত মীর আরশাদ আলী, স্বতন্ত্র কাজী কাসেম, সামসুর রহমান, নুরুল ইসলাম, হাবিবুর রহমান, আসাদুজ্জামান, খন্দকার ফারুক আহমেদ ও গাজী রফিকুল ইসলাম। এছাড়া ওয়ার্ডের সদস্য পদে ৬৬ ও সংরক্ষিত সদস্য পদে ১২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চাঁচড়ার চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত সেলিম রেজা পান্নু, স্বতন্ত্র শামীম রেজা, গোলাম মোস্তফা, শামসুর রহমান ও ফারুক হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৫২ ও সংরক্ষিত সদস্য পদে ১৫ প্রাথী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রামনগরের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নাজনীন নাহার, আফজাল হোসেন, মাহমুদ হাসান লাইফ, আব্দুস সাত্তার, কামরুজ্জামান, এমদাদুল হক, জুলেখা বেগম ও শেখ জামাল উদ্দিন টুটুল। এছাড়া সাধারণ সদস্য পদে ৫৪ ও সংরক্ষিত সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফতেপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত শেখ সোহরাব হোসেন, স্বতন্ত্র ও বর্তমান চেয়ারম্যান রবিউল ইসলাম, ফাতেমা আনোয়ার, ওসমান গণি, আবু তাহের সনু, আলমগীর হোসেন ও শিল্পী খাতুন। এছাড়া ওয়ার্ডের সদস্য পদে ৬৯ ও সংরক্ষিত সদস্য পদে ১৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কচুয়ার চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত লুৎফর রহমান ধাবক, স্বতন্ত্র বাবুল হুসাইন, শেখ মাহমুদ হোসেন, আব্দুর রশীদ, মোহাম্মদ আসাদুজ্জামান, কাজী হাফিজুর রহমান, হাফিজুর রহমান খান ও মশিয়ার রহমান খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া এ ইউনিয়নে ওয়ার্ডের সদস্য পদে ৩৪ ও সংরক্ষিত সদস্য পদে ১০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে নরেন্দ্রপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মোদাচ্ছের আলী, স্বতন্ত্র রাজু আহমেদ, ওলিয়ার রহমান, জাকির হোসেন, রিয়াজুল ইসলাম ও হোসেন ফেরদৌস আলম। এছাড়া এ ইউনিয়নের সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪৬ ও সংরক্ষিত সদস্য পদে ১৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বসুন্দিয়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত রিয়াজুল ইসলাম খান রাসেল, স্বতন্ত্র তুহিন খান, শেখ শাহাবুদ্দীন, আজিজুর রহমান, নুরুজ্জামান খান ও মমিনুল ইসলাম আমিনুল মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৫১ ও সংরক্ষিত সদস্য পদে ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রসঙ্গত, পঞ্চম ধাপের এ ইউপি নির্বাচনে মনোনয়ন বাছাইয়ের তারিখ ১২ ডিসেম্বর, প্রত্যাহারের তারিখ ১৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর ও আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।
যশোর সদরের ১৫ ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন ১০৩ জন

