যশোরে নাকের হাড় অপারেশন করতে গিয়ে রোগীর মৃত্যু

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক, যশোর |
যশোরের ‘স্ক্যান হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ নাকের হাড় বাঁকা (ডিএনএস) অপারেশনের পর ভুল চিকিৎসায় আবুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, একটি ইনজেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই রোগীর মৃত্যু হয়। নিহত আবুল হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার ধান্যহাড়ীয়া গ্রামের আবু ছিদ্দিকের ছেলে।, গত সোমবার সন্ধ্যায় ১৫ হাজার টাকার চুক্তিতে নাকের হাড় অপারেশনের জন্য আবুল হোসেনকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে অপারেশন শেষে তাকে বেডে স্থানান্তর করা হয়। স্বজনদের দাবি, বেডে দেওয়ার পর তার গলা দিয়ে রক্ত ও থুতু বের হতে শুরু করে। এ সময় দায়িত্বরত নার্স প্রেসক্রিপশন অনুযায়ী দুটি ইনজেকশন পুশ করার পরপরই রোগী ছটফট শুরু করেন। অক্সিজেন দেওয়া হলেও মাত্র ১৫ মিনিটের মাথায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের স্ত্রী ফুলমতি ও চাচাতো ভাই নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে একটি অ্যাম্বুলেন্স ডেকে লাশ বাড়িতে পাঠিয়ে দেয়। শুধু তাই নয়, প্রমাণ নষ্ট করতে স্বজনদের কাছ থেকে চিকিৎসার প্রেসক্রিপশনসহ যাবতীয় কাগজপত্র কেড়ে নেওয়ারও গুরুতর অভিযোগ তুলেছেন তারা।

হাসপাতালের মালিক বিপু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যশোর সদরের একজন চিকিৎসক অপারেশনটি করেছিলেন। রোগীর মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে স্বীকার করলেও তার দাবি—রোগী হার্ট অ্যাটাকে মারা গেছেন। পরিস্থিতি সামাল দিতে তিনি নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

আরো পড়ুন

সর্বশেষ