যশোর সদর উপজেলার বিরামপুর এলাকায় সন্ত্রাসী কালাম কসাই ও তার সহযোগীদের বিরুদ্ধে এক যুবককে অপহরণ, বেধড়ক মারধর এবং ছিনতাইয়ের গুরুতর অভিযোগ উঠেছে। পুলিশি অভিযানের পর অপহৃত ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরামপুর জলপাইতলা এলাকা থেকে সিয়াম নামে এক যুবককে তাঁর বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় কালাম কসাই ও তার দলবল।
অভিযোগ অনুযায়ী, কালাম কসাই, তাঁর ছেলে হালিম, প্লাবন, মোহন, রাহুল, তাছিন, কাইয়ুম এবং ইজিবাইকচালক আব্দুল্লাহসহ ১০-১২ জন সন্ত্রাসী সিয়ামকে অপহরণের পর বেধড়ক মারধর করে। এরপর তাঁর কাছ থেকে ২ হাজার ২০০ টাকা এবং একটি টাচ মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
খবর পেয়ে উপশহর ক্যাম্পের পুলিশ দ্রুত অভিযান চালায় এবং কালাম কসাইয়ের বাড়ি থেকে অপহৃত যুবক সিয়ামকে উদ্ধার করে।
থানায় লিখিত অভিযোগ ও তদন্ত
এই ঘটনায় ভুক্তভোগীর মা স্বপ্না বেগম যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তালবাড়িয়া ক্যাম্পের ইনচার্জ এসআই তামিমকে। তিনি জানিয়েছেন, “অভিযোগ হাতে পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগে উল্লেখ করা হয়েছে, কালাম কসাই দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। বর্তমানে তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র এলাকায় আধিপত্য বিস্তার করছে বলেও অভিযোগ করা হয়েছে।
পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে
অভিযোগ দায়ের করার পর স্বপ্না বেগম ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের দাবি, কালাম কসাইয়ের সহযোগীরা তাঁদের খুন-জখমের হুমকি দিচ্ছে। এমন পরিস্থিতিতে তাঁরা যশোরের পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
পুলিশি তদন্তের মাধ্যমে এই ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

