যশোরে ১৮ মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী আলামিন অস্ত্রসহ গ্রেপ্তার

আরো পড়ুন

যশোর শহরের ত্রাস হিসেবে পরিচিত ও বহু অপরাধের হোতা আলামিনকে (২৮) একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শনিবার সকালে শহরের পুলেরহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কুখ্যাত সন্ত্রাসী আলামিন পুলেরহাট এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
অপরাধের খতিয়ান
আটক আলামিন শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে। র‍্যাবের তথ্য অনুযায়ী:
* তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলাসহ মোট ১৮টি (দেড় ডজন) মামলা রয়েছে।
* সে শহরের চাঞ্চল্যকর তানভীর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি।
বর্তমান অবস্থা
র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারের পর আলামিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নতুন করে মামলা দায়ের ও পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।?

আরো পড়ুন

সর্বশেষ