যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

আরো পড়ুন

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নুরপুর গ্রামের দুই যুবক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ডাকাতিয়া ব্যাংক মোড়ে।
আহত দুই যুবক হলেন রিদয় (২৩) এবং ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত স্থানীয় একটি গ্যারেজের মেকানিক।
যেভাবে ঘটলো দুর্ঘটনা
স্থানীয় সূত্র অনুযায়ী, সোমবার রাত সাড়ে ৯টার পর কাজ শেষে বন্ধু রিদয়ের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ইয়াসিন আরাফাত। পথে ডাকাতিয়া ব্যাংক মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তাঁরা। দ্রুত গতির বাইকটি সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সাথে সজোরে ধাক্কা খায়।
এই ধাক্কায় রিদয় ও ইয়াসিন দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে রিদয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার করা হয়েছে। ইয়াসিন আরাফাতের চিকিৎসা বর্তমানে যশোর হাসপাতালেই চলছে।

আরো পড়ুন

সর্বশেষ