যশোর প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর-২ আসনের মনোনয়নপ্রত্যাশী এবং যশোর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
বুধবার সন্ধ্যায় তিনি ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি পূজামণ্ডপে যান এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা ও নগদ অর্থ অনুদান সনাতন ধর্মালম্বীদের কাছে পৌঁছে দেন।
পূজা উদযাপন কমিটির সদস্যরা মিজানুর রহমান খানকে স্বাগত জানিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ নিপুণ, সাবেক আহ্বায়ক মুরতেজা ইলাহি টিপু, পূজা পরিষদের সভাপতি দুলাল অধিকারি সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে মিজানুর রহমান খান বলেন, “গত ১৫ বছর ধরে ফ্যাসিবাদীদের অন্যায়-অপকর্ম ও লুটপাটের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। আমাদের এই আন্দোলন সংগ্রামের ফলে একটি সরকারের পতন ঘটেছে। এটি আমাদের প্রাথমিক বিজয়। যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করছি, সেই প্রজাতন্ত্রের মালিকানা নিশ্চিত করতে হলে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই।”
তারেক রহমানের শুভেচ্ছা ও অনুদানসহ পূজামণ্ডপ পরিদর্শনে মিজানুর রহমান খান

