যশোরে বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

আরো পড়ুন

যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে নিহত হয়েছেন বসুন্দিয়া ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাকিম সরদার (৬৫)। ঘটনাটি ঘটেছে বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে।
নিহত হাকিম সরদার বসুন্দিয়ার খোলাডাঙ্গা গ্রামের আব্দুর রবের ছেলে।
যেভাবে ঘটলো দুর্ঘটনা
স্থানীয় সূত্র এবং নিহতের স্বজনরা জানান, বুধবার সকালে যখন বৃষ্টি হচ্ছিল, তখন হাকিম সরদার তাঁর নিজস্ব মৎস্য ঘেরে কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত ঘটে।
পাশের ঘেরে কাজ করা কয়েকজন লোক হঠাৎ দেখতে পান যে হাকিম সরদার নিজ ঘেরের পাড়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। তারা দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান, যেখানে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই হাকিম সরদার মারা যান।
দাফন সম্পন্ন
নিহত হাকিম সরদারের জানাজার নামাজ আজ আসরবাদের পর খোলাডাঙ্গা আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ