গঠনতন্ত্রবিরোধী ও অপরাধমূলক কাজের অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক নুরুল্লাহকে শোকজ করা হয়েছে। সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
শনিবার (২০ মে) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সই করা চিঠিতে তাদের শোকজ করা হয়।
চিঠিতে বলা হয়েছে, সংগঠনবিরোধী, গঠনতন্ত্র পরিপন্থি, অপরাধমূলক ও সংগঠনের সুনাম ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও নুর উল্লাহর বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না তার উপযুক্ত লিখিত জবাব সাত দিনের মধ্যে জমা দেয়ার নির্দেশ দেয়া হলো।

