‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় যশোরের শার্শা উপজেলার বাগআচড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০৭ ডিসেম্বর বিকালে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাজুড়ে এক গম্ভীর ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রধান অতিথির আহ্বান: নেত্রীর সুস্থতা মানে গণতন্ত্রের শক্তি ফিরে পাওয়া
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-১ (শার্শা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি। তিনি তাঁর বক্তব্যে বেগম জিয়াকে জাতির ‘দুর্দিনের সাহস’ এবং ‘স্বাধীনতার পর দ্বিতীয় লড়াইয়ের অনুপ্রেরণা’ হিসেবে আখ্যায়িত করেন।
দৃঢ় কণ্ঠে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তাঁর সুস্থতা মানে দেশের গণতন্ত্রের শক্তি ফিরে পাওয়া। আমরা আল্লাহর কাছে দোয়া চাই—তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত আরোগ্য দান করেন।”
রাজনৈতিক সংকট ও ঐক্যের বার্তা
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মফিকুল হাসান তৃপ্তি কঠোর ভাষায় বলেন, “আজ দেশের ভোটাধিকার লুণ্ঠিত, মানুষের মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন। এই দুঃসময় থেকে উত্তরণে আমাদের ঐক্যের বিকল্প নেই। নেত্রীর আদর্শকে হৃদয়ে ধারণ করে আমরা শার্শার মানুষকে নিয়ে নতুন ইতিহাস লিখতে চাই।”
তিনি আরও যোগ করেন, “শার্শার মাটি অন্যায় বরদাশ্ত করে না। এই এলাকার মানুষ গণতন্ত্রের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে। আমরা নেত্রীর মুক্তি, সুস্থতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সর্বশক্তি নিয়োগ করব।”
উপস্থিত ছিলেন যাঁরা
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ তাজ উদ্দিন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রাকিবুল হাসান রিপন এবং বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন।
ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশের শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাগআচড়া ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগআচড়ায় আবেগঘন দোয়া মাহফিল

