যশোরে কোটি টাকা হাতিয়ে নেওয়া সেই ‘কুখ্যাত’ প্রতারক রবিউল গ্রেপ্তার

আরো পড়ুন

যশোর সদর উপজেলার কুয়াদা সিরাজ সিংগা গ্রামের আলোচিত ও কুখ্যাত প্রতারক রবিউল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্ধশত পরিবারের কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়

পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে যশোর শহরের বারান্দি মাঠপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে তার মেয়ের জামাতা আ. রহমানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কোতোয়ালি থানা পুলিশের একটি দল। রবিউল ওই এলাকার নুর আলী মোড়লের ছেলে।
১৩ লাখ টাকার প্রতারণা ও মামলা
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২২ সালের ১ জুন মালয়েশিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে যশোর সদরের কচুয়া ঘোপ গ্রামের মোশারফ হোসেন ও তার শ্যালক হাফিজুর রহমান রাসেলের কাছ থেকে ১৩ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেন রবিউল। নির্দিষ্ট সময়ের মধ্যে বিদেশে পাঠাতে ব্যর্থ হয়ে টাকা ফেরত না দিয়ে তিনি টালবাহানা শুরু করেন। পরবর্তীতে ভুক্তভোগী মোশারফ হোসেন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন (মামলা নং-২০৯২/২৫)।
থানা চত্বরে ভুক্তভোগীদের ভিড়
স্থানীয়দের অভিযোগ, রবিউল ও তার পরিবার আদম ব্যবসার আড়ালে ওই অঞ্চলের প্রায় ৫০টি পরিবারের কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়ে যান। বুধবার সকালে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে প্রতারণার শিকার অসংখ্য ভুক্তভোগী যশোর কোতোয়ালি থানায় ভিড় জমান। এসময় অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
> “আদালত কর্তৃক জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছি। আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।”

আরো পড়ুন

সর্বশেষ