সাপের কামড়ে প্রাণ গেলো স্কুলশিক্ষিকার

আরো পড়ুন

চট্টগ্রাম জেলার বাঁশখালীতে সাপের কামড়ে নাসরিন সুলতানা (৩৩) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় বাহারছাড়া ইউনিয়নের চাপাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষিকা বাহারছাড়া ইউনিয়নের চাপাছড়ি এলাকার মোহাম্মদ নুরুল আমিনের স্ত্রী। তিনি পশ্চিম চাপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

নিহত নাসরিন সুলতানার স্বামী মোহাম্মদ নুরুল আমিন লেন, সন্ধ্যা ৭টার দিকে আমাদের বাড়িতে মুরগি রাখার ছোট ঘরটি বন্ধ করতে যায় আমার স্ত্রী। সেখানে আগে থেকে সাপ ছিল তা তিনি দেখেননি। সাপ তার বাঁ পায়ে কামড় দিলে তিনি চিৎকার দেন। পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নিহত স্কুলশিক্ষিকা ও তার স্বামী দুজনই পশ্চিম চাপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নিহত স্কুলশিক্ষিকার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ