১৫ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

আরো পড়ুন

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সিলেটগামী উদয়ন ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (২০ মে) রাত ৮টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

এর আগে শনিবার (২০ মে) ভোর পাঁচটার দিকে লাউয়াছড়া অভয়ারণ্যর মাঝামাঝি জায়গায় এই ঘটনা ঘটে। রাতে প্রচণ্ড ঝড়ে রেললাইনে পড়ে থাকা গাছের সাথে ধাক্কা লেগে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

উদয়ন এক্সপ্রেস ট্রেনের চালক আবুল কাশেম বলেন, লাউয়াছড়ার ভেতরের আঁকাবাঁকা রেললাইন দিয়ে ট্রেন চালিয়ে নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে ট্রেনের সামনে ২০ গজ সামনে একটি বড় গাছ ভেঙে পড়ে। আমি দ্রুত ইমার্জেন্সি ব্রেক চাপি। পরে ট্রেন গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থামে। ধীরে ধীরে ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।

উদয়ন এক্সপ্রেস ট্রেনের পরিচালক ওমর ফারুক বলেন, লাউয়াছড়ার ভেতরে ট্রেন খুবই ধীরে চলছিল। এজন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচা গেছে। চালক ইমার্জেন্সি ব্রেক চাপায় ট্রেনের যাত্রীরা রক্ষা পেয়েছেন। ট্রেনটি ধীরে ধীরে উল্টে যায়। সে কারণে যাত্রীরা দ্রুত বের হয়ে আসতে পারেন।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার সহকারী পরিদর্শক সাব্বির বলেন, ফায়ার সার্ভিস, রেলপুলিশ ও জেলা পুলিশ- সবাই মিলে ট্রেনের যাত্রীদের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বের করে পাশের সড়কে নিয়ে অন্য গাড়িতে তুলে দেয়। সবার নিরাপদে বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ