ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ, অবস্থা গুরুতর

আরো পড়ুন

: আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ‘ইনকিলাব মঞ্চের’ মুখপাত্র শরিফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
* শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
* স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে যান
* ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ সাংবাদিকদের জানান, শরিফ ওসমান বিন হাদীর অবস্থা অত্যন্ত গুরুতর।
* তিনি নিশ্চিত করেন, তার মাথায় গুলি লেগেছে এবং বর্তমানে তিনি কোমায় রয়েছেন।
* এই খবর ছড়িয়ে পড়তেই ‘জুলাই অভ্যুত্থানের’ আন্দোলনকারীরা ঢামেক হাসপাতালে দ্রুত জড়ো হন।
* তারা হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
* বিক্ষোভকারীরা অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ