স্টাফ রিপোর্টার, যশোর: যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আনিচুর রহমানের বিরুদ্ধে ইউনিয়ন মুক্তিযোদ্ধার প্যাডে প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দেয়ার পর চেয়ারম্যানের পক্ষে সাফাই গাওয়ার জন্য মুক্তিযোদ্ধাদের না জানিয়ে প্রেসক্লাবে আনা হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসে ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলন থেকে তিনি জানান, ‘গত কয়েকদিন আগে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ও পূজা উদযাপন পরিষদের প্যাডে পৃথক পৃথকভাবে চেয়ারম্যান আনিসের নামে মাদক ব্যবসা, জমি দখল, সালিশের নামে টাকা হাতিয়ে নেয়া, চাঁদাবাজি, সন্ত্রাসী বাহিনী গড়ে তোলা, যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেয়া, আওয়ামী লীগের নেতাকর্মীদের অবমূল্যায়ন, নির্যাতনসহ নানা ধরণের অপরাধ কর্মকান্ডের অভিযোগ করা হয়েছে। মুক্তিযোদ্ধা,পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রতিবাদ করলে তাদের হেনেস্তার শিকার হতে হয়। শান্তিপূর্ণ ইউনিয়ন গড়তে আনিচকে নৌকা প্রতীক না দেয়ার অনুরোধ করা হয়। প্রধানমন্ত্রী’র কাছে এ ধরণের অভিযোগ দেয়ার বিষয়টি তিনি অবগত নন। অথচ তাকে না জানিয়ে চেয়ারম্যান আনিচের নির্দেশানায় সাজেদ তাকে প্রেসক্লাবে আনেন। সেখানে আনিচের পক্ষে সংবাদ সম্মেলন করতে বলেন। সংবাদ সম্মেলনে আনিচের যেসব লিখিত অভিযোগ করা হয়েছে সেগুলো মিথ্যা ও ভিত্তিহীন বলতে বলা হয়।’
তিনি জানান, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র দেয়াড়া ইউনিয়নে কোন খারাপ লোকের সাথে তিনি থাকবেন না। যার সামাজিকভাবে গ্রহণযোগ্যতা আছে ও আওয়ামী লীগের জন্য নিবেদিত তার পক্ষে অবস্থান নেবেন। কোন কাঁদা ছুড়াছুড়ির মধ্যে তিনি নেই।
চেয়ারম্যান আনিসের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের দিয়ে জোরপূর্বক সংবাদ সম্মেলনের অভিযোগ

