নিজস্ব প্রতিবেদক, যশোর আসন্ন নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পালনের লক্ষ্যে যশোর জেলা পুলিশের বিশেষ দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি, ২০২৬) বেলা ১১টায় জেলা পুলিশ লাইন্সে এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ০৩ দিন মেয়াদী এই প্রশিক্ষণের ৪০টি ব্যাচের প্রত্যেকটি থেকে একজন করে মোট ৪০ জন প্রথম স্থান অধিকারীকে সার্টিফিকেট ও বিশেষ সম্মাননা প্রদান করেন যশোরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)।
পুরস্কার বিতরণীকালে পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন:
* নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটাধিকার সুরক্ষায় পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে।
* প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
* নিরপেক্ষতা বজায় রেখে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের প্রস্তুত থাকতে হবে।
> “যারা প্রশিক্ষণের বিষয়গুলো সঠিকভাবে রপ্ত করতে পেরেছেন, তারাই আজ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন। আমি আশা করি, এই শিক্ষার প্রতিফলন আপনাদের মাঠপর্যায়ের কর্মক্ষেত্রেও দেখা যাবে।” — সৈয়দ রফিকুল ইসলাম, পুলিশ সুপার, যশোর।
>
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য:
* জনাব আবুল বাশার: অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)।
* জনাব রুহুল আমিন: অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)।
* জনাব আহসান হাবীব: অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল)।
* জনাব রাজিবুল ইসলাম: অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল)।
* জনাব ইমদাদুল হক: সহকারী পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল)।
* জনাব মোঃ আরিফুল ইসলাম: সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল)।
যশোর জেলা পুলিশের এই উদ্যোগের ফলে আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশ সদস্যরা আরও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

