চট্টগ্রামে : বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৯

আরো পড়ুন

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা ও ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাতকানিয়া ও নগরীর খুলশী এলাকায় পৃথক এই হামলায় উভয় পক্ষের ৯ জন আহত হয়েছেন।
সাতকানিয়ায় ব্যানার টাঙানো নিয়ে সংঘর্ষ
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকায় ধানের শীষের ব্যানার টাঙানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের পক্ষে প্রচারণার সময় জামায়াত কর্মীরা বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। এতে শামসুল আলম (৬১) ও মো. দেলোয়ার হোসেন (৪৫) নামের দুই বিএনপি কর্মী আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রতিক্রিয়া:
* বিএনপি: প্রার্থী নাজমুল মোস্তফা আমিন এই হামলাকে নির্বাচনী পরিবেশ নষ্ট করার চক্রান্ত বলে অভিহিত করেছেন।
* জামায়াত: অভিযোগ অস্বীকার করে উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন দাবি করেন, এটি বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, জামায়াত এর সাথে জড়িত নয়।
খুলশীতে জামায়াতের গণসংযোগে হামলা
একই দিন রাতে চট্টগ্রাম-১০ আসনের খুলশী থানাধীন আমবাগান রেলগেট এলাকায় জামায়াতে ইসলামীর প্রার্থী শামসুজ্জামান হেলালীর গণসংযোগে হামলার ঘটনা ঘটে। জামায়াতের দাবি অনুযায়ী, বিএনপির কর্মীরা অতর্কিত হামলা চালিয়ে তাদের ৭ জন নেতাকর্মীকে আহত করেছে। আহতরা হলেন— এরশাদ উল্লাহ, গোলাম মঞ্জুর মোরশেদ, বারাকাত উল্লাহ, মো. বাহার, জসিম উদ্দিন, মহিবুল্লাহ ও মো. আরিফ।

জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালী অভিযোগ করেন, স্থানীয় বিএনপি কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং নেতাকর্মীদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে।
পুলিশের বক্তব্য
সাতকানিয়া ও খুলশী উভয় থানার পুলিশ জানিয়েছে, হামলার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ