যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেছেন, গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ একমাত্র বিএনপির হাতেই নিরাপদ। একটি দল ধর্মকে অপব্যাখ্যা করে রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তারা বলছে, ওই দল করলে ও ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে এ ধরনের বক্তব্য দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। বিএনপি কখনোই ধর্ম নিয়ে রাজনীতি করে না এবং ধর্মকে পুঁজি করে জনগণের আবেগ নিয়ে খেলাও করে না।
যশোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত পক্ষে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। বুধবার বিকেলে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মুরাদগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি আরও বলেন, বিএনপি ধর্মে বিশ্বাস করে, ধর্মীয় মূল্যবোধকে সম্মান করে এবং ধর্ম পালনে বিশ্বাসী। কিন্তু বিএনপি কখনো ধর্মকে ব্যবসার হাতিয়ার বানায় না। যারা ধর্ম নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, তারা আসলে জনগণকে ধোঁকা দিচ্ছে। দেশের মানুষ এখন সচেতন হয়েছে এবং সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে শিখেছে।
তিনি আরও বলেন, দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে। বিএনপি ছাড়া এমন কোনো রাজনৈতিক শক্তি নেই, যারা দেশকে বর্তমান সংকট থেকে উদ্ধার করতে পারবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশ ও দেশের মানুষ বিএনপির কাছেই সবচেয়ে বেশি নিরাপদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হৈবতপুর ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি মখলেছুর রহমান। উপস্থিত ও বক্তব্যে রাখেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি রবিউল ইসলাম রবি, ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম, সহ-সভাপতি আক্কাস আলী, যুগ্ম সম্পাদক বুলবুল আহম্মেদ, তারাপদ ঘোষ প্রমুখ।

