নিজস্ব প্রতিবেদক ॥ যশোরের ডিবি পুলিশ সদর উপজেলার কুয়াদা বাজার থেকে ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ তিন যুবককে আটক করেছে। আটক তিনজন হলো, সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামভদ্রপুর পূর্বপাড়ার মৃত ইমান সরদারের ছেলে আলী হোসেন (৪০), বয়রাডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সুমন হোসেন (২৫) এবং যশোরের শার্শা উপজেলার লাউতাড়া সরদারপাড়ার জালাল শেখের ছেলে রাজু আহমেদ (২৩)।
ডিবি পুলিশ জানিয়েছে, সোমবার বেলা পৌনে ১১টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে যশোর-মণিরামপুর সড়কের কুয়াদা বাজারের ইউনুস সুপার মার্কেটের সামনে থেকে একটি মোটরসাইকেলসহ ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
যশোরে মাদকসহ ৩ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

