যশোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোর এর ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা: সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলামের অফিসকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোর সদর উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম। মডারেটর ছিলেন সনাক যশোর’র শিক্ষা উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. আবু উজায়ের।
সভায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন সনাক যশোর’র সভাপতি অধ্যাপক সুকুমার দাস, সনাক সদস্য অধ্যক্ষ শাহিন ইকবাল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার যথাক্রমে বীণা রাণী সরকার, ওয়ালিউর রহমান, কায়েতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম, কাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার যেসকল বিষয় তুলে ধরেন সেগুলি হচ্ছে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাক- টআইবি অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকে। তারা ইতোপূর্বে কাজিপুর স্কুল নিয়ে কাজ করেছে, যার ফলস্বরূপ স্কুলটির অনেক উন্নতি হয়েছে। কায়েতখালী স্কুলের মানোন্নয়নেও তারা কাজ করে যাচ্ছে। আশা করি এ স্কুলটিও ভালো করবে। প্রাাথমিক শিক্ষা নিয়ে সনাক যশোরের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা উপজেলা শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করে।
তিনি বলেন, সদর উপজেলায় মোট ৬৩,০০০ শিক্ষার্থী আছে। এর মধ্যে করোনার সময়ে দীর্ঘ বিরতির পর স্কুল খুললে ১০৪ জনকে পাওয়া যায়নি। নতুন করে জরিপ হচ্ছে, আগামী রোববারের মধ্যে তা শেষ হবে। জরিপের উদ্দেশ্য হলো ঐ অনুপস্থিত শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনা এবং আরো কেউ অনুপস্থিত আছে কি না খুঁজে বের করা।
সনাক সভাপতি অধ্যাপক সুকুমার দাস বলেন, প্রাথমিক শিক্ষা নিয়ে সনাক যশোরের সকল কার্যক্রম ও পরিকল্পনা জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের সহযোগিতার ফলেই বাস্তবায়ন করা সম্ভব হয়। আশা করি যশোর সদর উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সনাক-টিআইবি’র কার্যক্রমে ভবিষ্যতেও তাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে। -সংবাদ বিজ্ঞপ্তি
যশোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ ও সনাক’র মতবিনিময়

