যশোর বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৩১ হাজার

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক ॥ করোনা মহামারিতে গত বছর অটোপাস দেওয়া হয়েছিল। এ বছর বিলম্বে হলেও গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে পরীক্ষার চলমান রীতি বদলিয়ে এবার কমানো হয়েছে বিষয়, সময় ও নম্বর। হবে না আবশ্যিক ও চতুর্থ বিষয়ের কোন পরীক্ষা। এবার যশোর শিক্ষা বোর্ডে এ পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৩১ হাজার ১৫৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬৭ হাজার ২৪২ ও ছাত্রী ৬৩ হাজার ৯১৭ জন। এদের মধ্যে বিজ্ঞানে পরীক্ষার্থী ১৯ হাজার ৩৪১, মানবিকে ৯৪ হাজার ২১৬ জন ও বাণিজ্য শাখায় অংশ নেবে ১৭ হাজার ৬০২ জন পরীক্ষার্থী। ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।
বোর্ডের দেয়া তথ্যানুযায়ী, আজ থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় যশোর বোর্ডে ১ লাখ ৩১ হাজার ১৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে খুলনায় ৪৪টি কেন্দ্রে অংশ নেবে ২৪ হাজার ৮৯৪ পরীক্ষার্থী। ছেলে ১৩ হাজার ৬৫, মেয়ে ১১ হাজার ৮২৯ জন। বাগেরহাটে ১৯ কেন্দ্রে অংশ নেবে ৯ হাজার ৩৫০ জন। ছেলে ৪ হাজার ২১২ ও মেয়ে ৫ হাজার ১৩৮ জন। সাতক্ষীরায় ২৩ কেন্দ্রে অংশ নেবে ১৪ হাজার ৪৭৫ জন পরীক্ষার্থী। ছেলে ৭ হাজার ৭৮২ ও মেয়ে ৬ হাজার ৬৯৩ জন। কুষ্টিয়ায় ২২ কেন্দ্রে অংশ নেবে ১৪ হাজার ৪২১ পরীক্ষার্থী। ছেলে ৬ হাজার ৪৫১ ও মেয়ে ৭ হাজার ৯৭০ জন। চুয়াডাঙ্গায় ১১ কেন্দ্রে অংশ নেবে ৭ হাজার ৫৪৯ পরীক্ষার্থী। ছেলে ৩ হাজার ৭৬৮ ও মেয়ে ৩ হাজার ৭৮১ জন। মেহেরপুরে ৭ কেন্দ্রে অংশ নেবে ৫ হাজার ১৪০ পরীক্ষার্থী। ছেলে ২ হাজার ৫৭৪ ও মেয়ে ২ হাজার ৫৬৬ জন। যশোরে ৪৫ কেন্দ্রে অংশ নেবে ২৩ হাজার ৬৭৯ পরীক্ষার্থী। ছেলে ১২ হাজার ৫১৩ ও মেয়ে ১১ হাজার ১৬৬ জন। নড়াইলে ১১ কেন্দ্রে অংশ নেবে ৬ হাজার ৭০ পরীক্ষার্থী। ছেলে ৩ হাজার ২০৯ ও মেয়ে ২ হাজার  ৮৬১ জন। ঝিনাইদহে ২৬ কেন্দ্রে অংশ নেবে ১৭ হাজার ৫৪৮ পরীক্ষার্থী। ছেলে ৯ হাজার ৪৯০ ও মেয়ে ৮ হাজার ৫৮জন। মাগুরায় ১৯ কেন্দ্রে অংশ নেবে ৭ হাজার ৬৩৩ পরীক্ষার্থী। ছেলে ৩ হাজার ৭৭৮ ও মেয়ে ৩ হাজার ৮৫৫ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, করোনা ভাইরাসের কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে কেন্দ্র সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে। তার পরেও সচিবরা দায়িত্ব অবহেলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, ২০১৯ সালের এপ্রিল মাসে সর্বশেষ এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০২০ সালে করোনার কারণে পরীক্ষা না নিয়েই দেয়া হয় অটো পাস। আর চলতি ২০২১ সালের এপ্রিলের এই পরীক্ষাও ৮ মাস পিছিয়ে নেয়া হচ্ছে ডিসেম্বরে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ