যশোরে মোটরসাইকেল-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক :যশোরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী আহত ও একজন নিহত হয়েছে। হতাহত দুইজন সম্পর্কে চাচাতো ভাই। গতকাল (২ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে শহরের বাহাদুরপুর রজনীগন্ধা গ্যাস পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পালবাড়ি গাজিরমোড় এলাকার মৃত; মমিনুল হোসেনের ছেলে শামীম নিহত হয়। এবং একই এলাকার আবুল হাসানের ছেলে নয়ন গুরুতর আহত হয়। আহত নয়ন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং নিহত শামীম কে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আহত নয়ন জানায়, শামীম ও তার চাচাতো ভাই নয়ন সকালে নানার বাড়ি হাশিমপুরের মনোহরপর বাজারে যাচ্ছিলেন পথিমধ্যে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর গ্যাস পাম্পের সামনে আসলে মাগুরা থেকে ছেড়ে আসা লোকাল বাসের মুখোমুখি তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে স্থানীয় এক ইজিবাইক চালক তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসা ডাঃ আব্দুর রশিদ শামীম কে মৃত ঘোষণা করে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ