নিজস্ব প্রতিবেদক :রক্তদাতা খুজে না পেয়ে অবশেষে প্রান গেলো থ্যালেসেমিয়ায় আক্রান্ত সতেরো বছর বয়সী জাহিদ হাসান নামের এক কিশোরের। নিহত ওই কিশোর যশোর সদর উপজেলার মালিডাঙা, মুড়লী এলাকার মিজানুর রহমানের ছেলে।
নিহত জাহিদ হাসানের চাচা আসাদুজ্জামান সমাজের কথা কে বলেন, আমার ভাতিজা জন্ম থেকেই থ্যালেসেমিয়া রোগে আক্রান্ত। কয়েক মাস পর পর রক্ত শুকিয়ে যায়। আর রক্ত শুকিয়ে গেলে তৎক্ষণাৎ রক্ত দিতে হয়। রক্ত না দিলে সে অচেতন হয়ে পড়ে। হঠাৎ তিন দিন আগে তার রক্তশুন্যতার লক্ষন পুনরায় দেখা দেয়। এরপরে আমি এবং আমার পরিবার মরিয়া হয়ে আমার ভাইপো জাহিদের জন্য (এ)পজেটিভ রক্ত খোজাখুজি শুরু করি। কিন্তু কোথাও আমরা কোন রক্তদাতা পায়নি। অবশেষে গতাকাল(২ নভেম্বর) সকালে জাহিদ হঠাৎ জ্ঞান হারায় ফেলে। পরে তাকে আমরা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
প্রসঙ্গত, থ্যালাসেমিয়া একধরনের বংশগত রক্তরোগ। এটি জিনবাহিত রোগ যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়। রক্তের লোহিত রক্তকণিকায় থাকে হিমোগ্লোবিন, যার কাজ হলো শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করা। এই হিমোগ্লোবিন তৈরি হয় আলফা চেইন ও বিটা চেইন নামক দুই রকম চেইনের সমন্বয়ে। এর কোনোটায় সমস্যা হলে হিমোগ্লোবিনের উৎপাদন ব্যাহত হয়। তৈরি হয় ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন। স্বাভাবিক লোহিত কণিকার আয়ুষ্কাল ১২০ দিন। ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিনের কারণে লোহিত কণিকার আয়ুষ্কাল কমে যায় এবং লোহিত কণিকাগুলো সহজেই ভেঙে যায়। ফলে শরীরে রক্তস্বল্পতা দেখা দেয়। আর এই রক্তস্বল্পতা অতিরিক্ত মাত্রায় রুপ নিলে কখনো কখনো মৃত্যু অনিবার্য হয়ে ওঠে।

