এমএম কলেজে শিক্ষকদের পাঁচদিনের বেসিক আইসিটি ইনহাউজ প্রশিক্ষণ সম্পন্ন

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক ॥ যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে (এম এম) কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে শিক্ষক ও স্টাফদের পাঁচদিন ব্যাপী ‘বেসিক আইসিটি ইনহাউজ’ প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কলেজের আইসিটি সেন্টারে প্রশিক্ষণ শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার সনদপত্র বিতরণ করেন।
কোর্স পরিচালক প্রফেসর ড. এম হাসান সরোওয়ার্দীর সভাপতিত্বে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর নাসিম রেজা ও গণিত বিভাগের প্রধান নাসির উদ্দিন।
শিক্ষক পরিষদের ক্রীড়া সম্পাদক শাহ্জান কবিরের সঞ্চলনায় বক্তব্য রাখেন কোর্সের ফোকলার পার্সন ড. হারুণ-অর-রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর মিজানুর রহমান, ইতিহাস বিভাগের প্রধান আব্বাস আলী, প্রশিক্ষক আশুতোষ কুমার পাল ও নাহিদ নেওয়াজ প্রমুখ।
অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশ নেয়া ২০ জন শিক্ষক ও ৫ জন স্টাফদের হাতে প্রধান অতিথি সনদপত্র তুলে দেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ