আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আধুনিক প্রযুক্তি ও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে এখন পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী সফলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিজিটাল পদ্ধতিতে ভোটগ্রহণের চিত্র
নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন উপলক্ষে এ পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী। তাদের জন্য নির্ধারিত দেশগুলোতে ব্যালট পেপার পাঠানো হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বর্তমান চিত্র নিম্নরূপ:
|
| মোট অ্যাপ নিবন্ধনকারী (প্রবাসী) | ৭,৬৬,৮৬২ জন |
| ব্যালট গ্রহণ করেছেন | ৪,৯৩,৯২০ জন |
| সফলভাবে ভোট দিয়েছেন | ৪,২৫,৭৮৮ জন |
| পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন | ৩,৭০,৩২২ জন |
| ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছানো ব্যালট | ২১,৫০৮ জন |
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবারই প্রথম প্রবাসীদের মধ্যে ভোটদান নিয়ে বিপুল আগ্রহ দেখা যাচ্ছে। দেশ ও বিদেশ মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন, যা একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচন কমিশনের প্রস্তুতি
সালীম আহমাদ খান জানান, প্রবাসীদের পাঠানো ব্যালটগুলো ডাকবিভাগের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া চলমান রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আসা সকল ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে। প্রযুক্তির ব্যবহার ভোটারদের অংশগ্রহণকে সহজতর করেছে এবং স্বচ্ছতা নিশ্চিত করেছে বলে মনে করছে কমিশন।
উল্লেখ্য, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে একদিকে যেমন নতুন নেতৃত্ব নির্বাচনের লড়াই, অন্যদিকে সরকারের ভূমিকা নিয়ে গণভোটের রায় দেওয়ার সুযোগ পাচ্ছেন ভোটাররা। এই জোড়া ইস্যুতে প্রবাসীদের অংশগ্রহণ নির্বাচনের গ্রহণযোগ্যতা আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।

