নিজস্ব প্রতিবেদক ॥ যশোরে মাদক মামলায় আব্দুল লতিফ মন্ডল নামে এক ব্যবসায়ীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক শিমুল বিশ্বাস এই রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল লতিফ মন্ডল চৌগাছা উপজেলার ছোট কাবিলপুর গ্রামের মৃত সুলতান মন্ডলের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৩ সালের ৫ এপ্রিল সকালে ঝিকরগাছা উপজেলার বড়কুলি গ্রামের জনৈক রোকনুজ্জামানের বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ। এ সময় প্লাস্টিকের একটি বস্তা নিয়ে আসা এক ব্যক্তিকে পুলিশ সন্দেহজনকভাবে থামিয়ে বস্তা খুলে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এই ঘটনায় আটক আব্দুল লতিফ মন্ডলের বিরুদ্ধে মাদক চোরাচালান দমন আইনে ঝিকরগাছা থানায় মামলা করেন এসআই রফিকুল ইসলাম।
মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় তদন্ত কর্মকর্তা ইউসুফ হোসেন ওই বছরের ৩০ এপ্রিল আসামি আব্দুল লতিফকে অভিযুক্ত করে আদারতে চার্জশিট দাখিল করেন। স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি লতিফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরো ২ মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

