জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা বালকে চ্যাম্পিয়ন অভয়নগর উপজেলা

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক ॥ আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনুর্ধ্ব-১৯ বালক বিভাগের প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে অভয়নগর উপজেলা। ফাইনালে তারা ৪১-২৩ পয়েন্টে বাঘারপাড়া উপজেলাকে পরাজিত করে এই গৌরবর্জন করে। এই ম্যাচে অভয়নগর উপজেলা ২টি এবং বাঘারপাড়া উপজেলা ১টি লোনা পেয়েছে।
এর আগে মঙ্গলবার যশোর বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট মাঠে প্রতিযোগিতার দ্বিতীয় দিনের নক আউট পর্বের প্রথম ম্যাচে যশোর সদর উপজেলা ৫৩-১২ পয়েন্টে শার্শা উপজেলাকে পরাজিত করে। যশোর সদর উপজেলা এই ম্যাচে ৩টি লোনা পেয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচে বাঘারপাড়া উপজেলা ৪২-২৪ পয়েন্টে মণিরামপুর উপজেলাকে হারায়। ম্যাচে লোনা পেয়েছে বাঘারপাড়া উপজেলা ৩টি।
প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় যশোর সদর উপজেলা ও বাঘারপাড়া উপজেলা। বাঘারপাড়া উপজেলা ২৮-১০ পয়েন্টে যশোর সদর উপজেলাকে পরাজিত করে। এই ম্যাচে লোনা পেয়েছে ১টি বাঘারপাড়া উপজেলা।
বিকালে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য এসএম ইয়াকুব আলী। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার কাবাডি পরিষদের সভাপতি আবুল বাশার সাইফুদ্দৌলা, সম্পাদক শহিদুর রহমান, এ্যাথলেটিক্স পরিষদের সম্পাদক নিবাস হালদার প্রমুখ। এদিকে, যশোর জেলা পর্যায়ে বালিকা বিভাগের যশোর সদর উপজেলা ছাড়া কেউ মাঠে না আশায় বাইলজ অনুযায়ী চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে যশোর সদর উপজেলাকে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ