খুলনায় নাগরিক পার্টির প্রধান মোতালেব শিকদারকে গুলি: সীমান্ত ‘সিলগালা’ করল বিজিবি

আরো পড়ুন

খুলনা মহানগরীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান ও শ্রমিক নেতা মোতালেব শিকদারকে লক্ষ্য করে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এদিকে হামলাকারীরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে জন্য বেনাপোলসহ যশোর সীমান্ত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে বিজিবি।:
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগ জানিয়েছে, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার স্বার্থে এবং মাথার আঘাতের গভীরতা বুঝতে তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে সিটি স্ক্যানের জন্য নেওয়া হয়েছে।
হামলার ঘটনার পরপরই জড়িতদের পলায়ন ঠেকাতে বেনাপোল ও আশপাশের সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের আওতাধীন প্রায় ৭০ কিলোমিটার সীমান্ত এলাকায় তল্লাশি ও নজরদারি জোরদার করেছে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মেইন পিলার ১৮/১ এস থেকে ৪৭/৩ এস পর্যন্ত এলাকা এবং বিশেষ করে যেসব স্থানে কাঁটাতারের বেড়া নেই, সেই এলাকাগুলো কার্যত ‘সিলগালা’ করা হয়েছে। তিনি আরও বলেন, “হামলাকারীরা যাতে কোনোভাবেই দেশত্যাগ করতে না পারে, সে জন্য প্রতিটি বিওপি-কে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বেনাপোল আইসিপি, সাদীপুর, রঘুনাথপুর, শিকারপুর, পুটখালী ও গোগাসহ অন্তত ১৬টি পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই সীমান্তসংলগ্ন সড়কে যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।রাজনৈতিক নেতা ও শ্রমিক সংগঠকের ওপর এমন হামলায় খুলনার রাজনৈতিক অঙ্গনে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে চিরুনি অভিযান শুরু করেছে।

আরো পড়ুন

সর্বশেষ