যশোরে বাসাবাড়ির আসবাবপত্র পরিবহনের আড়ালে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার সকালে যশোর শহরতলীর খয়েরতলা এলাকা থেকে ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন:
১. ফরিদুল ইসলাম (কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তের আড়িয়ারকুঠি গুছিডাঙা গ্রামের আব্দুল হাই মণ্ডলের ছেলে)।
২. দুলাল (একই এলাকার আরিফ হোসেনের ছেলে)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে খয়েরতলা ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে একটি মিনি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১২-৪৪৮২) থামানো হয়। পিকআপটি বাসাবাড়ির মালামাল ভর্তি ছিল। তল্লাশিকালে একটি খাটের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে ৪৫ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।
পিকআপ ভাড়া নেওয়া হয় অ্যাপের মাধ্যমে:
তদন্তে জানা গেছে, ‘ট্রাক লাগবে’ নামক একটি অ্যাপের মাধ্যমে পিকআপটি ভাড়া করা হয়েছিল। চালক ও হেলপার পুলিশকে জানান, জনৈক ব্যক্তি তার বোনের বাড়িতে আসবাবপত্র পাঠানোর কথা বলে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে মালামালগুলো লোড করেন। তবে ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে যে, এই পাচার চক্রের সাথে পিকআপের চালক বা হেলপার জড়িত নন।
আইনি পদক্ষেপ:
এ বিষয়ে ডিবির এসআই আবু হাসান জানান, “আটককৃত দুই ব্যক্তিই মূলত এই মাদক পাচারের সাথে সরাসরি সম্পৃক্ত। এছাড়া তদন্তে এই চালানের সাথে আরও তিনজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
আপনার জন্য আর কী করতে পারি
যশোরে খাট ভর্তি ৪৫ কেজি গাঁজা উদ্ধার:

