ভোরের আলো ফোটার আগেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল যশোর সদর উপজেলার চূড়ামনকাটির খিতিবদিয়া গ্রামে। মেঠোপথ থেকে শুরু করে হাট-বাজার আর বাড়ির আঙিনা—সবখানেই ছিল সাজ সাজ রব। উদ্দেশ্য একটাই, যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতকে বরণ করে নেওয়া।
বুধবার (২৮ জানুয়ারি) দিনভর নির্বাচনী প্রচারণায় অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে যে গণজোয়ার দেখা গেছে, তাতে অন্য প্রার্থীদের অস্তিত্ব কার্যত সংকটে পড়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
খিতিবদিয়া গ্রামে পৌঁছালে হিন্দু-মুসলিম নির্বিশেষে সর্বস্তরের মানুষ অমিতকে ফুল ছিটিয়ে বরণ করে নেন। বৃদ্ধ থেকে শুরু করে কোমলমতি শিশু—সবাই তাকে মাল্যভূষিত করে সংবর্ধনা জানায়। এই সময় অমিতও প্রথাগত রাজনীতির গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে যান। কাউকে বুকে জড়িয়ে ধরা, আবার কারোর হাত ধরে কুশল বিনিময়ের মাধ্যমে তিনি এক মানবিক আবহ তৈরি করেন।
”
পথসভায় দেওয়া বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত তাঁর রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরেন। তিনি বলেন, “রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া বা কাউকে ক্ষমতা থেকে নামানো নয়। রাজনীতি মানে মানুষের পাশে থাকা। বিপদে-আপদে, সংকটে সেবকের মতো পাশে দাঁড়ানো এবং মানুষের জীবনমান উন্নয়ন করাই আসল রাজনীতি।”
বক্তব্যের শুরুতেই তিনি চূড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুস সাত্তারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
অমিত তাঁর বক্তব্যে যশোরের অভিভাবক তরিকুল ইসলামের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। তরিকুল ইসলামের আহ্বানে সাড়া দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াই এই চূড়ামনকাটিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রতিষ্ঠা করেছিলেন, যার কারণে আজ এই এলাকা বিশ্বজুড়ে পরিচিত।”
তিনি আরও অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে চূড়ামনকাটিসহ গোটা যশোরের উন্নয়নের চাকা থমকে আছে। তিনি নির্বাচিত হলে সেই স্থবিরতা কাটিয়ে যশোরের প্রকৃত রাজনৈতিক ঐতিহ্য এবং উন্নয়নের ধারা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। তিনি দৃঢ়ভাবে বলেন, “রাজনৈতিক মতাদর্শ বা ধর্মীয় বিশ্বাসের কারণে মানুষের মধ্যে কোনো বিভাজন তৈরি করতে দেওয়া হবে না।”
পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভীন শেলী। সভার শেষ পর্যায়ে চূড়ামনকাটি ইউনিয়নের প্রয়াত সকল মানুষের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিশ্লেষকদের মতে, অনিন্দ্য ইসলাম অমিতের এই বিশাল গণসংযোগ এবং বিপুল জনসমর্থন যশোর-৩ আসনে ভোটের সমীকরণ পুরোপুরি ধানের শীষের অনুকূলে নিয়ে এসেছে। দাপুটে এই প্রচারণায় অন্য প্রার্থীরা বর্তমানে অনেকটা “হালে পানি না পাওয়ার” অবস্থায় রয়েছেন।

