যশোর-৩ (সদর) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের দুই প্রার্থীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে যশোর শহরের পুরাতন কসবা ও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, যশোর সরকারি এমএম কলেজের পুরনো হোস্টেলের দেয়ালে নির্বাচনী পোস্টার লাগিয়ে দেয়াল ও পরিবেশ নষ্ট করার অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময়ে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চলন্ত দুটি ইজিবাইকের পেছনে নির্বাচনী পোস্টার সাঁটানো অবস্থায় পাওয়ায় জামায়াত সমর্থিত প্রার্থী আব্দুল কাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। যানাবাহনে পোস্টার লাগানো নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন। তিনি জানান, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। দেয়ালে বা যানবাহনে পোস্টার লাগানো আচরণবিধির পরিপন্থী। আইন অমান্য করায় দুই প্রার্থীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
প্রার্থীর প্রতিনিধিদের প্রতিক্রিয়া
জরিমানা করার পর সংশ্লিষ্ট প্রার্থীদের নির্বাচনী এজেন্টরা উপস্থিত থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। যৌথবাহিনীর সদস্যরাও অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোরে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি চালানো হচ্ছে। নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সকল প্রার্থী ও সমর্থকদের প্রতি বারবার আহ্বান জানানো হয়েছে।

