যশোরে নদীর পাড়ে মিলল পিস্তল

আরো পড়ুন

যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে শানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের নদী থেকে এটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, শানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলটি নষ্ট থাকায় দুপুরে কয়েকজন শিক্ষার্থী হাত-পা ধোয়ার জন্য পাশের নদীতে যায়। সেখানে পা ধোয়ার সময় এক শিক্ষার্থীর পায়ে শক্ত একটি ধাতব বস্তু বাধে। কৌতূহলবশত তারা বস্তুটি পানি থেকে তুলে আনে এবং সেটিকে একটি পিস্তল হিসেবে শনাক্ত করে। পরে শিক্ষার্থীরা পিস্তলটি নিয়ে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের কাছে হস্তান্তর করে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে যশোর কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তলটি নিজেদের হেফাজতে নেয়।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “উদ্ধারকৃত বস্তুটি দেখতে পিস্তলের মতো। তবে এটি সম্পূর্ণ কার্যকর আগ্নেয়াস্ত্র কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।”
তিনি আরও যোগ করেন, “প্রাথমিকভাবে আমাদের ধারণা, কেউ এটি স্থানীয়ভাবে তৈরির চেষ্টা করছিল। তবে অস্ত্রটি পুরোপুরি প্রস্তুত না হওয়ায় বা কোনো কারণে ব্যবহারের অনুপযোগী মনে করে সেটি নদীর পাড়ে ফেলে যাওয়া হতে পারে।”

স্কুল সংলগ্ন এলাকায় দিনের আলোতে আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু পাওয়ার ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এলাকাটিতে কোনো অপরাধী চক্রের তৎপরতা আছে কি না, তা খতিয়ে দেখছে।

আরো পড়ুন

সর্বশেষ