যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামে ভ্যানসহ বিচালি কাটার মেশিন ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ছিনতাইকারী সন্দেহে আটক দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: যশোর শহরতলীর শেখহাটি এলাকার লাল মিয়ার ছেলে সুমন আলী (২৭) এবং একই এলাকার রহমান গাজীর ছেলে হাফিজুর রহমান (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী আজগর আলী ব্যাটারিচালিত ভ্যানে বিচালি কাটার মেশিন বসিয়ে গ্রামে গ্রামে ভাড়া খাটিয়ে জীবিকা নির্বাহ করেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি ভ্যানটি নিয়ে কাশিমপুর গ্রামের বাড়ির পাশের রাস্তায় অবস্থান করছিলেন। এসময় অভিযুক্ত দুই যুবক সেখানে এসে কথাবার্তার একপর্যায়ে আচমকা ভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
আজগর আলীর চিৎকারে গ্রামবাসী দ্রুত এগিয়ে এসে ধাওয়া করে দুই যুবককে ধরে ফেলে। এসময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের আটক করে
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, গণপিটুনিতে আহত হওয়ায় আটক দুই যুবককে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী আজগর আলী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পেশাদার পরামর্শ:
আপনার মূল নিউজটিতে তথ্যের কোনো ঘাটতি নেই। তবে সংবাদপত্র বা অনলাইন পোর্টালে ব্যবহারের জন্য আমি নিচের ৩টি ভিন্ন ঘরানার শিরোনাম (Headline) প্রস্তাব করছি:
১. যশোরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা: ২ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ (সবচেয়ে কার্যকর)
২. বিচালি কাটার মেশিনসহ ভ্যান ছিনতাইকালে হাতেনাতে ২ যুবক গ্রেপ্তার (তথ্যবহুল)
৩. যশোরে ছিনতাইকারীর কবলে কৃষক: জনরোষের পর দুই যুবক শ্রীঘরে (আবেগী ও আকর্ষণীয়)

