নিজস্ব প্রতিবেদক | যশোর
যশোর কোতোয়ালি থানায় দায়ের করা নাশকতার পৃথক দুটি মামলায় আওয়ামী লীগ নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ধৃতদের বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে।
কোতোয়ালি থানার এসআই অমৃত লাল দে জানান, গত ২৯ অক্টোবর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি ছাপাখানায় অভিযান চালিয়ে রাষ্ট্রবিরোধী ব্যানারসহ দুজনকে আটকের ঘটনায় দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন:
* রাকিব হোসেন: খোলাডাঙ্গা এলাকার আব্দুল হাইয়ের ছেলে।
* আবু রায়হান দীপু: চৌগাছার পশ্চিম কারিগরপাড়ার শাহাবুদ্দিন চুনুর ছেলে।
* নূর হোসেন: পনুয়া বাজারপাড়ার মৃত আশরাফ মন্ডলের ছেলে।
২০১৮ সালের ভোটকেন্দ্র দখল মামলার আসামী
অন্যদিকে, এসআই আশরাফ উদ্দিন জানান, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বালিয়াডাঙ্গা স্কুল ভোটকেন্দ্র দখল, হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন:
* এস এম ইউসুফ শহিদ ওরফে কালা শহীদ: শহর আওয়ামী লীগ নেতা ও ঘোপ নওয়াপাড়া রোডের মৃত এস এম আজাদের ছেলে।
* জিনারুল ইসলাম: রেলগেট পশ্চিম পাড়ার শাখাওয়াত হোসেনের ছেলে।
* গোলাম রব্বানী: মৃত নূর আলী গাজীর ছেলে।
পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকাণ্ড ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে দায়ের হওয়া এসব মামলায় অধিকতর তদন্ত চলছে। গ্রেপ্তারকৃত সবাইকে শুক্রবার বিকেলেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
যশোরে নাশকতার দুই মামলায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৬

