সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাতবরণকারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও অকুতোভয় তরুণ নেতা শরীফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যায় বিশেষ বিমানে দেশে পৌঁছাবে। তার শেষ বিদায়ে ইনকিলাব মঞ্চ ও সাধারণ ছাত্র-জনতার পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
* মরদেহ গ্রহণ: আজ সন্ধ্যা ৬টার দিকে মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
* রাজপথে অবস্থান: ইনকিলাব মঞ্চ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে নেতাকর্মী ও সাধারণ জনগণকে বিমানবন্দর থেকে শাহবাগগামী রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে এই বীর সেনানীকে শেষ বিদায় জানানোর আহ্বান জানিয়েছে।
* শ্রদ্ধা নিবেদন: বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হবে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা ও সাক্ষাতের জন্য মরদেহ রাখা হবে।
গত ১২ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় তিনি ইন্তেকাল করেন।
শহীদ ওসমান হাদি আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার মৃত্যুতে আজ সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যায় দেশে ফিরছে শহীদ ওসমান হাদির মরদেহ: ঢাবি মসজিদে শ্রদ্ধার আয়োজন

