শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ হামলার পরপরই পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। গোয়েন্দা তথ্যে জানা গেছে, বর্তমানে সে ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থান করছে।
* সীমান্ত অতিক্রম: হামলার পর মাত্র ১২ ঘণ্টার মধ্যে ফয়সাল ও তার এক সহযোগী ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ‘ফিলিপের’ দুই সহযোগীর জবানবন্দিতে এই তথ্য উঠে এসেছে।
* অবস্থান শনাক্ত: তদন্তকারীরা ফয়সালের ব্যবহৃত মোবাইলের আইপি অ্যাড্রেস বিশ্লেষণ করে দেখেছেন যে, সে বর্তমানে মহারাষ্ট্রে অবস্থান করছে এবং ভারতের রিলায়েন্স কোম্পানির সিম ব্যবহার করে যোগাযোগ রক্ষা করছে।
* আলামত নষ্ট: হত্যাকাণ্ডের পরপরই পূর্বপরিকল্পনা অনুযায়ী গুরুত্বপূর্ণ আলামত নষ্ট ও গায়েব করার চেষ্টা করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
* রাজনৈতিক সংশ্লিষ্টতা: তদন্তকারীদের দাবি, ফয়সাল চলতি বছরের জুলাই মাসে দেশে ফিরে কামাল, রুবেল ও মাইনুদ্দিনের সাথে যোগাযোগ স্থাপন করে। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
যদিও প্রধান দুই অভিযুক্ত এখনও ধরাছোঁয়ার বাইরে, তবে পুরো হত্যাকাণ্ডের ব্লুপ্রিন্ট এখন গোয়েন্দাদের কাছে স্পষ্ট। আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি চলছে।
ওসমান হাদি হত্যা: প্রধান অভিযুক্ত ফয়সাল ভারতে, অবস্থান শনাক্ত করল গোয়েন্দারা

