জাতীয় কবির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন জুলাইযোদ্ধা ওসমান হাদি

আরো পড়ুন

জুলাই বিপ্লবের সম্মুখসারির কলমযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই দাফন করা হবে। পরিবারের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সংগঠনটি।
ইনকিলাব মঞ্চ জানায়, শহীদ ওসমান হাদির মরদেহ বর্তমানে বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে:
* জানাজা: আগামীকাল শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে।
* দাফন: জানাজা শেষে মিছিলসহ মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ে যাওয়া হবে এবং কবির সমাধির পাশে তাকে সমাহিত করা হবে।
শাহবাগে অবস্থান ও আন্দোলনের ডাক
মরদেহ হিমাগারে রাখার পর ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেবেন। একইসঙ্গে তারা ছাত্র-জনতাকে শৃঙ্খলা বজায় রেখে আজ ও আগামীকাল আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যেন আন্দোলনে ঢুকে সহিংসতা করতে না পারে, সে বিষয়ে কঠোরভাবে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সবাইকে ধৈর্য ধারণ করে দোয়া করার এবং শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

আরো পড়ুন

সর্বশেষ