উৎসবমুখর পরিবেশে যশোর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন:

আরো পড়ুন

যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে স্থাপিত ১০টি বুথে একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবী মহলে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
* প্রতিদ্বন্দ্বিতা: এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি শক্তিশালী প্যানেল। সাধারণ সম্পাদক পদে একজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
* প্রার্থী সংখ্যা: মোট ১৩টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
* ভোটার উপস্থিতি: রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোটের মাঠে উপস্থিত হওয়ায় আইনজীবী চত্বর এখন বেশ সরগরম।
নির্বাচনে মুখোমুখি হওয়া প্রভাবশালী প্যানেল দুটি এবং স্বতন্ত্র প্রার্থীর তথ্য নিচে দেওয়া হলো:
১. জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত সাবু–গফুর ঐক্য প্যানেল (১৩ জন প্রার্থী)
| পদ | প্রার্থীর নাম |
|—|—|
| সভাপতি | সৈয়দ সাবেরুল হক সাবু |
| সহসভাপতি | গোলাম মোস্তফা ও বাসুদেব বিশ্বাস (গণতান্ত্রিক আইনজীবী সমিতির) |
| সাধারণ সম্পাদক | এম. এ. গফুর |
| যুগ্ম সম্পাদক | নূর আলম পান্নু |
| সহকারী সম্পাদক | সেলিম রেজা ও আশরাফুল আলম (গণতান্ত্রিক আইনজীবী সমিতির) |
| গ্রন্থাগার সম্পাদক | কামরুল হাসান সোহেল |
| কার্যকরী সংসদ সদস্য | মঞ্জুরুল মাহমুদ লিটু, মৌলুদা পারভীন, রেহেনা খাতুন, শাহাজাহান কবির বিপ্লব ও মেহেদী ইমাম বাপ্পী। |
২. লইয়ার্স কাউন্সিল সমর্থিত লতিফ–ছোট ঐক্য পরিষদ (৭ জন প্রার্থী)
| পদ | প্রার্থীর নাম |
|—|—|
| সভাপতি | এম. এ. লতিফ |
| সহসভাপতি | আলশগীর সিদ্দিক (১) |
| সাধারণ সম্পাদক | আবু মোর্ত্তজা ছোট |
| যুগ্ম সম্পাদক | আবুল করিম মণ্ডল |
| গ্রন্থাগার সম্পাদক | এস. এম. শাহরিয়ার হক |
| কার্যকরী সংসদ সদস্য | শরিফুল ইসলাম ও আজহারুল ইসলাম। |
৩. স্বতন্ত্র প্রার্থী
* সাধারণ সম্পাদক পদে: কাজী রেফাত রেজওয়ান সেতুকের মতে, এবারের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ভোটাররা একটি গুরুত্বপূর্ণ ‘টার্নিং পয়েন্ট’ বা নির্ণায়ক শক্তি হিসেবে কাজ করতে পারেন।

আরো পড়ুন

সর্বশেষ