যশোরের হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার,

আরো পড়ুন

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ঠিক সামনে থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে কে বা কারা লাশটি জরুরি বিভাগের সামনে ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। রাত পৌনে দশটা পর্যন্ত যুবকের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা জরুরি বিভাগের সামনের একটি কোণায় হঠাৎ একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখেন, ওই ব্যক্তির জ্ঞান নেই।

যুবকের শারীরিক বর্ণনা:
* তার পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি।
* পা খালি ছিল।
* দুই পা দেখে মনে হচ্ছিল তা অনেকক্ষণ পানিতে ভেজানো ছিল।
তাৎক্ষণিকভাবে তারা হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার ও কর্তব্যরতদের বিষয়টি জানান। কর্তব্যরতরা যুবকটিকে জরুরি বিভাগে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ নিশ্চিত করেছেন, “পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, ওই যুবকটি ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। এরপরই আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই।”
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, কীভাবে লাশটি সেখানে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময়ের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।
পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে (Police Bureau of Investigation) খবর দেওয়া হয়েছে। ফিঙ্গার প্রিন্ট পরীক্ষার মাধ্যমে যুবকের পরিচয় জানার চেষ্টা করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ