যশোর ঢাকা রোডে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার,

আরো পড়ুন

যশোর, ২৭ নভেম্বর, বৃহস্পতিবার – যশোরের গুরুত্বপূর্ণ ঢাকা রোডের বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারের সামনে মনিহার–নিউ মার্কেট সড়কের পাশের ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি তাজা ককটেল উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়রা মামুন ব্রিকসের জমির পাশের ড্রেনের কাছে ককটেল দুটি পড়ে থাকতে দেখেন। এরপরই দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই মনিরা খাতুন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেল দুটি উদ্ধার করেন এবং সেগুলো থানায় নিয়ে যান।
পুলিশের তদন্ত শুরু, নিরাপত্তা জোরদার
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ককটেল দুটি কেন এবং কীভাবে সেখানে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে। কেউ এটি সেখানে ফেলে গেছে, নাকি এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল—তা জানতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একইসঙ্গে, এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
একের পর এক উদ্ধারে শহরবাসীর উদ্বেগ
জনবহুল এলাকায় হঠাৎ করে ককটেল উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, সম্প্রতি আর এন রোডের একটি পার্টসের দোকানে এবং এর কিছুদিন পর আর এন রোডেই আবারও পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার করা হয়েছিল। শহরের পরপর কয়েকটি স্থানে ককটেল উদ্ধারের ঘটনায় যশোর শহরবাসী গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ