টেকনাফ, কক্সবাজার: মধ্যরাতে বঙ্গোপসাগরের তলদেশে সৃষ্ট মৃদু ভূমিকম্পে কক্সবাজার জেলার টেকনাফ শহর সামান্য কেঁপে উঠেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
ভূকম্পনবিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এবং এর মাত্রা ছিল ৪.০ ম্যাগনিটিউড।
ওয়েবসাইটটি আরও জানায়, কম্পনের তীব্রতা খুব অল্প হওয়ায় টেকনাফের বেশিরভাগ মানুষই হয়তো এটি টের পাননি।
ভূমিকম্পের উৎপত্তির গভীরতা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে:
* ভলকানো ডিসকভারি উৎপত্তিস্থলের গভীরতা জানাতে পারেনি।
* তবে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে, ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল।
এখন পর্যন্ত এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বঙ্গোপসাগরে ভূমিকম্প: মধ্যরাতে কেঁপে উঠল টেকনাফ

