পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ২১ বছর, ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড

আরো পড়ুন

ক্ষমতার অপব্যবহার করে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি অবৈধভাবে বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা তিনটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২১ বছরের (প্রতিটি মামলায় সাত বছর করে) কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে একটি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকেও অপর একটি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন।

পৃথক তিনটি মামলায় মোট আসামির সংখ্যা ৪৭ জন। তবে এক ব্যক্তি একাধিক মামলার আসামি হওয়ায় ব্যক্তি হিসেবে মোট আসামি ২৩ জন।
| মামলার বিবরণ | আসামি | কারাদণ্ড |

| প্রথম মামলা (আসামি ১২ জন) | শেখ হাসিনা | ৭ বছর |
| দ্বিতীয় মামলা (আসামি ১৭ জন) | শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় | শেখ হাসিনা ৭ বছর, জয় ৫ বছর ও ১ লাখ টাকা জরিমানা |
| তৃতীয় মামলা (আসামি ১৮ জন) | শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ পুতুল | শেখ হাসিনা ৭ বছর, পুতুল ৫ বছর
শেখ হাসিনা ও তার দুই সন্তান ছাড়াও এই মামলাগুলোতে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞাসহ আরও ২০ জন কর্মকর্তা ও সাবেক সরকারি কর্মকর্তাকে দণ্ড দেওয়া হয়েছে।
আসামিদের মধ্যে একমাত্র মোহাম্মদ খুরশীদ আলম ছাড়া শেখ হাসিনাসহ পরিবারের সবাই পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ চলে।
আদালত গত ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং ২৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ১৭ নভেম্বর সাক্ষ্যগ্রহণ শেষ হয়।।

আরো পড়ুন

সর্বশেষ