যশোরে বাদাম দিতে দেরি হওয়ায় বৃদ্ধ ব্যবসায়ীর মাথা ফাটালো যুবক

আরো পড়ুন

বাদাম সরবরাহে সামান্য দেরি হওয়াকে কেন্দ্র করে যশোরে এক বৃদ্ধ বাদাম ব্যবসায়ীর মাথা ইট দিয়ে ফাটিয়ে দিয়েছে এক যুবক।
:
* সময়: শনিবার (২২ নভেম্বর, ২০২৫) বিকেল ৫টার দিকে।
* স্থান: বড় ভিকুটিয়া কোলোনির মোড়, যশোর।
* আহত: আব্দুল কুদ্দুস (৬৫), পেশায় বাদাম ব্যবসায়ী।
* অভিযুক্ত: বেল্লাল হোসেন (৩৫), একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাদাম দিতে কিছুটা দেরি হওয়ায় অভিযুক্ত যুবক বেল্লাল হোসেন ক্ষিপ্ত হয়ে আব্দুল কুদ্দুসের সঙ্গে প্রথমে তর্কে জড়ান। একপর্যায়ে বেল্লাল হাতে থাকা ইট দিয়ে বৃদ্ধ কুদ্দুসের মাথায় সজোরে আঘাত করেন। এতে কুদ্দুস রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত আহত বৃদ্ধকে উদ্ধার করে রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত, তবে আঘাত গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আহত আব্দুল কুদ্দুস অভিযোগ করেছেন যে অভিযুক্ত বেল্লাল হোসেন একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও এখন নব্য বিএনপি সেজেছেন এবং এলাকায় যা ইচ্ছে তাই করছেন।

 

আরো পড়ুন

সর্বশেষ