যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকা থেকে হৃদয় (২০) নামে এক পেশাদার সাইকেল চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে হাসপাতালের অভ্যন্তরে ওভার ব্রিজের নিচ থেকে তাকে হাতেনাতে ধরা হয়।
আটককৃত হৃদয় যশোর শহরের সুজলপুর ধর্মতলা এলাকার লিটন হোসেনের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি হাসপাতালের সার্জারি ওয়ার্ডের গেটের সামনে থেকে একটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটে। চুরির বিষয়টি হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে পুলিশ ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করে। আজ মঙ্গলবার দুপুরে হৃদয়কে হাসপাতালের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে চিনে ফেলেন এবং আটক করেন।
আটকের পর হৃদয়ের দেহ তল্লাশি করে পুলিশ সাইকেল চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। এছাড়া তার কাছ থেকে এক পুড়িয়া গাঁজাও উদ্ধার করা হয়।
পুলিশের বক্তব্য
দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, আটককৃত হৃদয় একজন পেশাদার চোর। সিসিটিভি ফুটেজের কারণেই তাকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।?

